Wellcome to National Portal

"Special Combing Operations" will be conducted to remove behundi and other harmful illegal nets that destroy fisheries resources.

Main Comtent Skiped

Training Related Advice

প্রশিক্ষণ জ্ঞান, দক্ষতা ও আচরণের ইতিবাচক পরিবর্তন ঘটায়। তাছাড়া- 

১। প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি পায়;

২। প্রশিক্ষণের ফলে মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়;

৩। প্রশিক্ষণের মাধ্যমে মাছ চাষ বা মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করলে লাভজনক উৎপাদন করা সম্ভব হয়।


উপজেলা মৎস্য অফিস, গজারিয়া, মুন্সীগঞ্জ জেলা দপ্তরে সারা বছর বাজেট প্রাপ্তির ভিত্তিতে রাজস্ব ও উন্নয়ন খাতের আওতায় বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ চলমান থাকে। আপনি/আপনারা উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করে কোন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক তা নাম, ঠিকানা ও মোবাইল নাম্বারসহ জানিয়ে রাখুন।

আমাদের ওয়েবপোর্টাল ভিজিট করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।